মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পারিবারিক ব্যবসার নতুন আইন জারি করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, পারিবারিক ব্যবসার কোনো অংশীদার তার শেয়ার পরিবারের বাইরের কারো কাছে বিক্রি করতে হলে অন্যদের সম্মতি লাগবে। সকল অংশীদারের সম্মতি ছাড়া পরিবারের বাইরের কারো কাছে শেয়ার বিক্রি করা যাবে না।
তবে যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ৪০ শতাংশ মালিকানা ইতোমধ্যে পরিবারের বাইরে চলে গেছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই আইন পাস করেছেন বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, দেশটিতে ছোট-বড় অনেক পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সরকার পারিবারিক ব্যবসার প্রতি বিশেষভাবে নজর দিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
