মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে মো. শাহিন মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু শাহিন মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদির হাসুর সন্তান। গত ১০ বছর যাবত মক্কায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন শাহিন।
খোঁজ নিয়ে জানা যায়, সাত দিন আগে জ্বর-কাশি নিয়ে মক্কার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন শাহিন। সেখানে করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। মক্কা হাসপাতালে শাহিনের অবস্থার অবনতি হলে গত ২৪ এপ্রিল তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আজ শাহিনের মৃত্যু হয়।
করোনায় মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোঁকের ছায়া নেমে আসে তার পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে। সৌদিতে এখন পর্যন্ত মোট ২৯ বাংলাদেশির মৃত্যু হলো। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশটির বিভিন্ন অঞ্চলে হাসপাতালগুলোতে প্রচুর বাংলাদেশি প্রবাসী করোনা আক্রান্ত অবস্থায় ভর্তি আছেন।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA&t=219s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
