গৃহকর্মী ইস্যুতে ওমানের সোহার অঞ্চলে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত। আজ ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানাগেছে, ৮৫০ ওমানি রিয়ালের বিনিময়ে এক ব্যক্তি জনশক্তি নিয়োগকারী সংস্থা থেকে একজন কর্মী নেন।
কিন্তু কর্মী বাসা থেকে পালিয়ে যাওয়ায় সেই ভোক্তা ঐই প্রতিষ্ঠানকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি সেই ভোক্তার অর্থও ফেরত দেয়নি উক্ত প্রতিষ্ঠান। উল্টো তার সাথে অসদাচরণ করা হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগীর।
পরবর্তীতে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষে (সিপিএ) অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত দুই ব্যক্তিকে একহাজার রিয়াল জরিমানা এবং ভোক্তাদের সঠিকভাবে পরিষেবা প্রদান না করার অপরাধের পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
