ওমানের একটি পাহাড়ে হাইকিং করতে যেয়ে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, ওমানের সামাইল এলাকার আল আক পাহাড় থেকে হাইকিং করার সময় পড়ে এক ওমানি নাগরিক আহত হয়।
পড়ে তাকে পুলিশ এভিয়েশন হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ইব্রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি উক্ত হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
