বৃটেনের সাবেক মন্ত্রী নুসরাত গণি দাবি করেছেন তাকে ২০২০ সালে বরখাস্ত করা হয়েছে শুধু মুসলিম হওয়ার কারণে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন নুসরাত। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
বরখাস্ত করার বিষয়ে ব্যাখ্যা দাবি করলে কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক পরিবহণ বিষয়ক মন্ত্রী নুসরাত ঘানিকে বলা হয়, ‘তাঁর মুসলিম হওয়াটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল।’
কনজারভেটিভ চিফ হুইপ মার্ক স্পেন্সার বলেছেন, ‘নুসরাত ঘানি আমার প্রতি ইঙ্গিত করেছেন। তাঁর দাবি পুরোপুরি মিথ্যা এবং এটি মানহানিকর।’ যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাদিম জাহাওয়ি অবশ্য বলেছেন, ‘অভিযোগ তদন্ত করা উচিত।’
এক টুইটে নাদিম জাহাওয়ি বলেন, ‘কনজারভেটিভ পার্টিতে ইসলামবিদ্বেষ বা কোনো রকম বর্ণবাদের জায়গায় নেই। অভিযোগের অবশ্যই সঠিক তদন্ত হওয়া উচিত এবং বর্ণবাদের মূলোৎপাটন জরুরি। নুসরাত ঘানি সানডে টাইমসকে বলেছেন, ‘আমার মুসলিম নারী পরিচয় সহকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করছিল।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
