মহামারী করোনা নিয়ন্ত্রণে ওমানে নতুন আইন জারী করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ওমানে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য ১০ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। সেইসাথে যদি কোনো ব্যক্তি করোনা সংক্রমিত কারো সংস্পর্শে আসে এবং করোনা টিকা না নেওয়া থাকে, তাহলে তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করতে হবে।
এমনকি কোনো ধরনের উপসর্গ না থাকলেও তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে সাথেসাথে পরীক্ষা করাতে নাগরিক ও প্রবাসীদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
