নিম্নচাপের কারণে ওমানের মুসান্দাম প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও দেশটির অন্যান্য প্রদেশেও আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওমানের আবহাওয়া অধিদপ্তর। রবিবার এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, গতকাল থেকে মুসান্দাম প্রদেশে তীব্র বৃষ্টিপাত হচ্ছে।
এছাড়াও ওমানের উত্তরের প্রদেশগুলোতে বিশেষ করে আল বুড়াইমি এবং উত্তর আল বাতিনা প্রদেশে মাঝারী বৃষ্টিপাত হওয়ার খরব রেকর্ড করা হয়েছে। এই নিম্নচাপ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময় দেশের তাপমাত্রা অস্বাভাবিক হারে কমবে এমন আশঙ্কা করছে ওমানের আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
