মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। সম্প্রতি দেশটির করোনা সংক্রমণ গত ৬ মাসের সর্বোচ্চ রেকর্ড। দিনদিন নতুন রেকর্ড হচ্ছে শনাক্তের।
এমতাবস্থায় সংক্রমণের মাত্রা কমিয়ে নিয়ে আসতে বিভিন্ন হাসপাতাল নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশটির রয়্যাল হাসপাতালে রোগী পরিদর্শনের নতুন সিদ্ধান্ত নিয়েছে হাঁসপাতাল কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রোগীর সাথে শুধুমাত্র একজন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করার অনুমতি পাবে। সতর্কতামূলক ব্যবস্থা ও রোগীদের নিরাপত্তায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে আসা স্বজনরা ১৫ মিনিটের উপরে হাসপাতালে উপস্থিত হতে পারবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
