করোনায় এক দিনে সংক্রমণের রেকর্ড ছাড়ালো সৌদি আরব। গত ২৪ ঘণ্টায় দেশটিতে পাঁচ হাজার জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (১২ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ সৌদি আরব। দেশটির মোট জনসংখ্যা প্রায় তিন কোটি ৫০ লাখ।
চলতি বছরের শুরুর দিকে দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। বুধবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছে আরও দুজন আক্রান্ত। এর আগে ২০২০ সালের জুনে সৌদিতে এক দিনে চার হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এটি ছিল ২০২১ সাল পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















