একাগ্র চিত্তের নামাজ মানুষকে সকল প্রকার হারাম কাজ ও পাপ থেকে বিরত রাখে। নামাজ আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, “নিশ্চই নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে দূরে রাখে” (সূরা আনকাবুত: আয়াত: ৪৫)।
নামাজ ফরজ ইবাদাত। আল্লাহ তাআলা প্রতিদিন সব মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এ নামাজ পরকালের মুক্তি লাভের অন্যতম মাধ্যম। কারণ পরকালে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে, তার পরবর্তী হিসাব সহজ হয়ে যাবে।
শুধু তাই নয়, নামাজের মাধ্যমে অনেক শারীরিক উপকারও করে। মানসিক, স্নায়ুবিক, মনস্তাত্ত্বিক, অস্থিরতা, হতাশা-দুশ্চিন্তা, হার্ট অ্যাটাক, হাড়ের জোড়ার ব্যাথা, ইউরিক এসিড থেকে সৃষ্ট রোগ, পাকস্থলীর আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিস মেলিটাস, চোখ এবং গলা ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়ক নামাজ। মানুষের আত্মিক ও শারীরিক পবিত্রতা অর্জনে নামাজ সাহায্য করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
