সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ করতে কঠোর আইন জারী করেছে সংযুক্ত আরব আমিরাত। গুজব, ভুল তথ্য, মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারকারীদের জন্য শাস্তি ঘোষণা করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়া খবর ছড়িয়ে দিলে দুই বছরের কারাদণ্ড এবং ২ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।
আর যদি যে কেউ সরকারি সূত্র দ্বারা প্রকাশিত সংবাদের বিপরীতে মিথ্যা সংবাদ, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, প্রচার বা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করে, তার কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানা হতে পারে।
আমিরাত পাবলিক প্রসিকিউশন জানায়, জনসাধারণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা চলমান আইনের এ তথ্যটি প্রকাশ করেছি। তারা আরও জানান, গুজব এবং সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২১ সালের ফেডারেল ডিক্রি-আইন নং ৩৪ এর ৫২ অনুচ্ছেদ অনুসারে এ শাস্তিগুলি দেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
