গত বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের ও ওমানের বিভিন্ন প্রদেশে হালকা ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত আমিরাতের গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থিতিশীল আবহাওয়ার কারণে গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, তীব্রতর বৃষ্টির সময় উপত্যকার মধ্য দিয়ে বন্যা দেখা দিতে পারে। বাসিন্দাদের যেকোনো ঝুঁকি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং উপত্যকা ও বিপজ্জনক অঞ্চলে চলাফেরা না করতে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সতর্কতা জারী করেছে ওমানও।
সোমবার (৩ জানুয়ারি) আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানায়, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল-খাইমাহ, আল-আইন এবং ফুজাইরাসহ কিছু অংশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে দুবাই এক্সপো ২০২০, গ্লোবাল ভিলেজ এবং ক্যাম্পাস জার্মানি প্যাভিলিয়ন সহ প্রধান বিনোদন স্থানগুলি রোববার বন্ধ ছিল। দুবাই শপিং ফেস্টিভ্যালের আতশবাজিও খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।
এদিকে, ওমানে চলমান নিম্নচাপের কারণে দেশটির রাজধানী মাস্কাট সহ বেশকিছু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের কারণে সহরটি এখন পানির নিচে। চারদিকে শুধুই পানি আর পানি। বিপুল পরিমাণ যানবাহন পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত ৬ জনের মৃতের খবর পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন আরো অনেকেই। উদ্ধার অভিযান পরিচালনা করছে ওমান সরকারের বিশেষ টিম।
চলমান এই বৃষ্টিপাত আগামী ৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। এক বিবৃতিতে সিএএ জানিয়েছে, “আগামী ৫ জানুয়ারি বুধবার পর্যন্ত ওমানের মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, মাস্কাট, আল বুড়াইমি, আল দাহিরাহ, আল দাখিলিয়াহ, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশে নিম্নচাপ অব্যাহত থাকবে।
এই সময় দেশটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো কোনো এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে নাগরিক ও প্রবাসীদের অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে বের না হিতে অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে অতি জরুরী কাজে বাড়ির বাহিরে বের হওয়ার পূর্বে আবহাওয়া আবহাওয়া বার্তা দেখে বের হবার আহ্বান জানানো হয়েছে। একইসাথে এই নিম্নচাপ চলাকালীন সময়ে শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
অপরদিকে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, তীব্রতর বৃষ্টির সময় উপত্যকার মধ্য দিয়ে বন্যা দেখা দিতে পারে। বাসিন্দাদের যেকোনো ঝুঁকি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং উপত্যকা ও বিপজ্জনক অঞ্চলে চলাফেরা না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানায়, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল-খাইমাহ, আল-আইন এবং ফুজাইরাসহ কিছু অংশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে দুবাই এক্সপো ২০২০, গ্লোবাল ভিলেজ এবং ক্যাম্পাস জার্মানি প্যাভিলিয়ন সহ প্রধান বিনোদন স্থানগুলি রোববার বন্ধ ছিল। দুবাই শপিং ফেস্টিভ্যালের আতশবাজিও খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
