ওমানে চলমান নিম্নচাপ আগামী ৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। সোমবার এক বিবৃতিতে সিএএ জানিয়েছে, “আগামী ৫ জানুয়ারি বুধবার পর্যন্ত ওমানের মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, মাস্কাট, আল বুড়াইমি, আল দাহিরাহ, আল দাখিলিয়াহ, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশে নিম্নচাপ অব্যাহত থাকবে।
এই সময় দেশটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো কোনো এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে নাগরিক ও প্রবাসীদের অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে বের না হিতে অনুরোধ জানানো হয়েছে।
সেইসাথে অতি জরুরী কাজে বাড়ির বাহিরে বের হওয়ার পূর্বে আবহাওয়া আবহাওয়া বার্তা দেখে বের হবার আহ্বান জানানো হয়েছে। একইসাথে এই নিম্নচাপ চলাকালীন সময়ে শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















