করোনা পরিস্থিতিতেও চলতি বছর ওমানে প্রায় ৪০ হাজার নাগরিক চাকরী পেয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা। ওএনএ জানিয়েছে,”ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশের বিভিন্ন খাতে নিয়োগ পেয়েছে এই ৪০ হাজার নাগরিক। আশা করা যাচ্ছে আগামী বছর এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
ওএনএ আরো জানিয়েছে,“ আগামী বছরগুলোতে ওমানি নাগরিকদের বেকারত্ব দূর করার লক্ষ্যে দেশের বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান তৈরি করছে সরকার।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
