মহামারী করোনা মোকাবেলায় এবার ওমানের দক্ষিণ আল বাতিনায় শুরু হচ্ছে প্রবাসীদের মাঝে বিনামূল্যে করোনার বুস্টার টিকা কার্যক্রম। আগামী ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।
আজ এক বিজ্ঞপ্তিতে দেশটির বাতিনা প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “প্রবাসী কর্মীদের দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রদেশটিতে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রদেশটিতে যেসকল প্রবাসী করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তারা বুস্টার ডোজের জন্য নিবন্ধন করতে পারবেন।
প্রদেশটিতে বুস্টার ডোজ দেওয়া হবে রুস্তাক এলাকার স্পোর্টস কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বুস্টার ডোজ গ্রহণ করতে চান তারা তারাসুদ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
