মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চুরির অভিযোগে একাধিক প্রবাসী গ্রেফতারের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ওমানের রয়্যাল পুলিশ তথ্যে বলা হয়েছে,ধাহিরা প্রদেশে চুরির অভিযোগে বেশকয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
আরওপি জানিয়েছে,”আল ধাহিরা প্রদেশের অয়েল অ্যান্ড গ্যাস ফ্যাসিলিটিস অফিসে চুরি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।” অপরদিকে কিছুদিন আগে দেশটির উত্তর আল বাতিনাহ প্রদেশের কয়েকটি দোকান থেকে চুরির অপরাধে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
