মঙ্গলবার ওমানের মাস্কাট প্রদেশের বেশকয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবণা রয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,”মাস্কাট প্রদেশের বেশকয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সকাল থেকে মাস্কাটের বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও উত্তর আল শারিকিয়া, দক্ষিণ আল শারিকিয়াহ এবং আল দাখিলিয়াহ প্রদেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভবণা রয়েছে।
এদিকে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওমান সাগরের নিম্নচাপ সম্পর্কে সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে,”ওমান সাগরের নিম্নচাপের আকার বৃদ্ধি পেতে পারে। একইসাথে মুসান্দাম উপকূলে সমুদ্রের ঢেউ সর্বোচ্চ দুই মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
