বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডে ওমিক্রন আতঙ্কে ছয় হাজার তিন শ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) ওয়েবসাইট সূত্রে এ কথা জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনিবার প্রায় ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল করা হয়ছে।
এর মধ্যে ৯৭০টিরও বেশি হয় যুক্তরাষ্ট্র থেকে আসা-যাওয়ার ফ্লাইট। এছাড়া আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে। এদিকে শুক্রবার বিশ্বজুড়ে কমপক্ষে দুই হাজার ৪০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরো প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ার.কম আরো বলছে, ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস উইকেন্ডে এক যুক্তরাষ্ট্রেই যত সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে তা সারা বিশ্বে বাতিল হওয়া মোট ফ্লাইটের এক-চতুর্থাংশের বেশি। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্স মিলেই শুক্রবার একদিনে বাতিল ঘোষণা করে প্রায় ২৮০টি ফ্লাইট। এয়ারলাইন্স দু’টির দাবি, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কর্মী সঙ্কট দেখা দেয়ায় তারা ফ্লাইট বাতিল করছে।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, যাত্রী কমে যাওয়ায় জার্মান এয়ারলাইনস লুফথানসা ইতিমধ্যে তাদের ৩৩ হাজার ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে বড়দিনের আগে মানুষের চলাচল কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের দুই এয়ারলাইনস কোম্পানি ইউনাইটেড ও ডেল্টা গতকাল শুক্রবারই তাদের দুই শতাধিক ফ্লাইট বাতিল করেছে।
সুইডিশ এয়ারলাইনস জানিয়েছে, ভাইরাসের শঙ্কার কারণে তাদেরও কিছু ফ্লাইট বাতিল হয়েছে। জাপানের এয়ারলাইনস কোম্পানিগুলোও বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে গত কয়েক দিনে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর বলছে, করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় জার্মানির এয়ারলাইনস লুফথানসা তাদের শীতকালীন ভ্রমণ কার্যক্রম থেকে ৩৩ হাজার ফ্লাইট বাতিল করেছে। এটি তাদের ফ্লাইট পরিচালনার ১০ শতাংশ বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
