ওমানে বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে হোটেল বুকিং করার অভিযোগে মাস্কাটের একটি হোটেলকে জরিমানা করা হয়েছে। দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ”করোনা বিস্তার রোধে দেশের সকল প্রতিষ্ঠানকে সর্তকতা মেনে প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মাস্কাটের একটি হোটেল সামাজিক দূরত্ব না মেনেই হোটেল বুকিং প্রক্রিয়া পরিচালনা করায় সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “ওমিক্রনের প্রভাব থেকে নিজের দেশকে বাঁচিয়ে রাখতে এবং দেশে করোনা সংক্রমণের হার কমিয়ে নিয়ে আসতে সকল নাগরিক ও প্রতিষ্ঠানকে সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্য সর্তকতামূলক ব্যবস্থা মেনে চলতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
