যুক্তরাজ্যে প্রথমবারের মতো একদিনে এক লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক দিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৬ হাজার ১২২ জনের কোভিড শনাক্ত হয়েছে।
একই সময়ে কোভিড আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর আগের দিন ৯০ হাজার কোভিড শনাক্ত এবং ১৭২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল বৃটেনে। গত কয়েক দিন ধরে একের পর এক কোভিড সংক্রমণের রেকর্ড হচ্ছে দেশটিতে।
গত বুধবার সে সময় পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৬১০ জনের কোভিড শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দৈনিক সংক্রমণের মাত্রা। একইসঙ্গে দেশটিতে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও।
গত ১৮ই ডিসেম্বর ৮১৩ জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সব মিলিয়ে ৮ হাজারেরও বেশি বৃটিশ নাগরিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৮৪৯ জন রয়েছেন ভেন্টিলেটরে।
এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন। গত বছর মে-জুন মাসে করোনার গণ পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বুধবারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
