করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন প্রতিরোধে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে কুয়েতের মন্ত্রী পরিষদ। এখন থেকে দেশটিতে আগত যাত্রীদের প্রবেশের ৪৮ ঘন্টার পূর্বে পিসিআর নেগেটিভ সনদ নিতে হবে। যেটা পূর্বে ৭২ ঘন্টা ছিল।
এছাড়াও ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টান বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে করোনা ও নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন প্রতিরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একইসাথে কুয়েত প্রবেশের ৭২ ঘন্টা পর পিসিআর পরীক্ষা করতে হবে। পিসিআর রিপোর্ট নেগেটিভ হলে কোয়ারেন্টান করতে হবেনা। এই সিদ্ধান্ত আগামী রবিবার হতে কার্যকর হবে বলে জানিয়েছে কুয়েতের মন্ত্রী পরিষদ।
এছাড়াও স্থানীয় ও প্রবাসীরা টিকার দুই ডোজ গ্রহণের ৯ মাস অতিক্রম করলে তাদের জন্য বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় ২ জানুয়ারি হতে টিকাহীন হিসেবে গণ্য করা হবে।
এদিকে, কুয়েতের বাহিরে ছুটিতে থাকা ২০ নম্বর আকামাধারী গৃহকর্মীরা ছুটিতে গিয়ে ৬ মাসের বেশি থাকলে তাদের আকামা স্বকীয়ভাবে বাতিল হয়ে যাবে। স্থানীয় গণমাধ্যম আরও উল্লেখ করা হয় ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
তবে কোনো গৃহকর্মী যদি ৬ মাসের বেশি সময় ছুটি কাটাতে চায় তাহলে আগে তার মালিককে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। গৃহকর্মীদের নতুন সিভিল আইডিতে ইলেকট্রনিক চিপ যুক্ত করার ঘোষণা দিয়েছে। পূর্বের সিভিল আইডির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আগেরটা ব্যবহার করা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
