ওমানে মোবাইল ভিত্তিক ট্যাক্সির ভাড়া মিটার ঠিক করেছে সরকার। ওমানের পরিবহন মন্ত্রণালয় অনুমোদিত পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিকে উন্নত মোবাইল ভিত্তিক ডিভাইসের মাধ্যমে নির্ধারিত ভাড়া নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মাস্কাটে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার নতুন তালিকা
মঙ্গলবার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্থল পরিবহন আইন ও এর নির্বাহী বিধি অনুসারে ওমানে গণপরিবহন খাতকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা হয়েছে, এই প্রচেষ্টার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক মান অনুসারে গণপরিবহন পরিষেবাকে আরও উন্নত করবে। নতুন এই প্রযুক্তির ব্যবহার দেশের যোগাযোগ খাতে অনেক উন্নয়ন সাধিত হবে বলে মনে করে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
