এক কোটি ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ওমান ফেরত প্রবাসী খিজমত আলী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই ক্ষতিপূরণের চেক খিজমত আলীর হাতে তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এসময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
জানাগেছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে গোট ২০১৭ সালে ওমান থেকে ফেরত পাঠানো হয় ঠাকুরগাঁয়ের খিজমত আলীকে। তার মাত্র চার বছর আগেই কৃষি কাজে ওমান গিয়েছিলেন তিনি।
দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতা হারান এবং সঙ্গে বাকশক্তি। ওমানে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়। চার বছর পর আজ এক কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকা ক্ষতিপূরণ পেলেন।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ তিনি পেয়েছেন তার কর্মস্থলের মাধ্যমে। আমাদের দূতাবাসের মাধ্যমে সেখানে আদালতে বিষয়টা স্যাটেল করা হয়েছে। এতে প্রায় চার বছর সময় লেগে গেছে।
গতমাসে এই অর্থ দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আজ আমরা সেটা হস্তান্তর করলাম। এসময় তিনি কর্মীর পরিবারকে সঠিকভাবে অর্থ কাজে লাগানোর পরামর্শ দেন। খিজমত আলীর স্ত্রী আনোয়ার জানান, ক্ষতিপূরণের অর্থ দিয়ে তিনি তাদের ধার দেন শোধ করবেন এবং কিছু টাকা জমিতে কৃষি কাজে বিনিয়োগ করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
