ওমানে দুই প্রবাসী গ্রেপ্তার ওমানের আল ওস্তা প্রদেশের দুকমের নাফুন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়েল ওমান পুলিশ (আরওপি)। আরওপি জানিয়েছে,” দুকমে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
তারা লাইসেন্সবিহীন মাছ ধরার নৌকা দিয়ে মাছ শিকার করছিলো। আটককৃতদের থেকে অবৈধ নৌকা ও জাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে আল ওস্তা প্রদেশের কৃষি, মৎস্য ও জল সম্পদ মন্ত্রণালয়।”
এদিকে গত দুই দিন আগে , ওমান সরকারের আইন লঙ্ঘনের অপরাধে দেশটির আল বুরাইমি থেকে ১৪ প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেফতারকৃত প্রবাসীরা অবৈধভাবে ওমানে বসবাস করছিলো বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
এদিকে, ভিক্ষা পেশায় জড়িত থাকার অভিযোগে ১০ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে ধোফার প্রদেশে বেশ কিছুদিন ধরে ভিক্ষা পেশায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
