ওমানের মুসান্দাম প্রদেশে আজ মঙ্গলবার ভারী বর্ষণের পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আজ এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “ওমানের মুসান্দাম প্রদেশে আজ ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও সাগরের উপকূল এলাকায় এবং নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। অতি জরুরী প্রয়োজন ব্যতীত নাগরিক ও প্রবাসীদের বাড়ির বাহিরে বের না হতে বলা হয়েছে। একইসাথে জরুরী প্রয়োজনে বাড়ী থেকে বের হওয়ার পূর্বে আবহাওয়া বার্তা দেখে বের হতে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
