ওমান সরকারের আইন লঙ্ঘন করে সমুদ্রে মাছ ধরার অপরাধে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে মাস্কাট প্রদেশের মৎস্য নিয়ন্ত্রণ দল। এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। শনিবার এক বিবৃতিতে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে,
“মাস্কাট প্রদেশের সিব এলাকায় লাইসেন্স ছাড়া রিং দিয়ে তৈরি হেজ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে আটককৃতরা কোনো দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে, অবৈধভাবে কাপড় ধোয়ার কাজ করার অপরাধে ওমানের ধোফার অঞ্চল থেকে আরেক প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, উক্ত প্রবাসী একটি খামারে লুকিয়ে অবৈধ উপায়ে কাপড় ধোয়া ও ইস্ত্রির কাজ করে আসছিলো।
আইন লঙ্ঘন করে এই ধরণের কাজের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
