ওমানের কনজিউমার প্রোটেকশন অথরিটির (সিপিএ) অনুমোদিত স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য না থাকার কারণে দেশটিতে বন্ধ করে দেওয়া হলো মশা নিধন যন্ত্রের ব্যবহার। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুলায়েম আলী সুলায়েম আল হাকমানি।
তিনি বলেন, “ওমানে আজ থেকে মশা নিধন যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত ভোক্তা সুরক্ষা আইন মেনেই নেওয়া হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে অনুমোদিত স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য না থাকার কারণে চীনে তৈরি মশা নিধন যন্ত্র নিষিদ্ধ করলো ওমান।
এছাড়াও এই ধরণের পণ্য বাজারের বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই যারা এই আইন অমান্য করে মশা নিধন যন্ত্র বিক্রয় করবে তাদের বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইনে ফৌজদারি মামলা করা হবে। এছাড়াও সেই প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ৫০ ওমানি রিয়াল জরিমানা করা হবে। এই আইন একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমাণ বৃদ্ধি করে এক হাজার ওমানি রিয়াল পর্যন্ত করা হতে পারে। এমতাবস্থায় দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের নতুন এই আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
