ওমানের রাজধানী মাস্কাটে বসবাসরত প্রবাসীদের মাঝে বিনামূল্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে একটি মোবাইল গ্রুপ তৈরি করেছে ডিজিজেস সার্ভিল্যান্স অ্যান্ড কন্ট্রোল বিভাগ। আজ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “ভ্যাকসিন কার্যক্রম আরো তরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে মাস্কাটের প্রবাসীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে এই নতুন মোবাইল গ্রুপ গঠন করা হয়েছে।
এদিকে মাস্কাটের পাশাপাশি দেশটির উত্তর আশ শারকিয়াহ অঞ্চলেও প্রবাসীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এক বিবৃতিতে উত্তর আশ শারকিয়াহ প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ২৬ ও ২৭ নভেম্বর এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। যেসকল প্রবাসী করোনা ভ্যাকসিন গ্রহণ করতে চান তাদেরকে দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
