ওমান সরকারের আইন লঙ্ঘন করে সাগরে মাছ ধরার অপরাধে ১৫ প্রবাসীকে আটক করেছে দেশটির আল ওস্তা প্রদেশের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ উপায়ে মাছ ধরার অভিযোগে এই ১৫ প্রবাসীকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে তারা দেশের লিভিং অ্যাকুয়াটিক ওয়েলথের আইন লঙ্ঘন করে মাছ শিকার করছিলো। আটককৃতদের ওমানের ভিসা বাতিল করে আজীবনের জন্য ওমান ত্যাগের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
ভিসা বাতিলকৃত এই ১৫ প্রবাসী কোন দেশের নাগরিক তা ওমান সরকার প্রকাশ না করলেও স্থানীয় প্রবাসী সূত্রে জানাগেছে তারা সবাই বাংলাদেশী নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
