প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের ২০২১-২৩ সালের জন্য নতুন কার্যকরী কমিটিতে ওমান থেকে ৫ জন নির্বাচিত হওয়ায় সংবর্ধনার আয়োজন করে ওমানের বাংলাদেশ দূতাবাস। শনিবার (২০-নভেম্বর) মাস্কাটের গ্র্যান্ড হায়াত হোটেলে এই জমকালো আয়োজন করা হয়।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক ও আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। একই সঙ্গে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানের আকতার আল বেলুচি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত জাপান, কোরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিজানুর রহমান তার বক্তব্যে এবারের কমিটিতে ওমান থেকে ৫ জন বাংলাদেশী সিআইপি নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানান।
এতে অংশ গ্রহণ করতে জাপান থেকে ওমান আসেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, তাথিয়ামা কবির, কাতার থেকে আসেন আব্দুল আজিজ খাঁন, সুইডেন থেকে আসেন কাজী শাহ আলম ঝুনু। উল্লেখ্য: সম্প্রতি দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন জাপান থেকে থাতেইয়ামা কবির ও কাজী শারওয়ার হাবিব। আরব আমিরাত থেকে মোহাম্মদ মাহতাবুর রহমান, মো. মনির হোসেন, মোহাম্মদ মাহাবুব আলম, মোহাম্মদ সেলিম, আবুল কালাম, মোহাম্মদ ফরিদ আহমেদ ও মোহাম্মদ আকতার হোসেন।
ওমান থেকে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান মিয়া, হাফেজ মোহাম্মদ ইদ্রিস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান ও আবুল কালাম আজাদ। রাশিয়া থেকে রফিকুল ইসলাম মিয়া আরজু, বাহরাইন থেকে মোহাম্মদ শফি উদ্দিন, হংকং থেকে মো. মাহমুদুর রহমান খান শাহিন, সুইডেন থেকে কাজী শাহ আলম জুনু, কাতার থেকে আবদুল আজিজ খান, অস্ট্রেলিয়া থেকে শহীদ হোসেন জাহাঙ্গীর ও যুক্তরাষ্ট্র থেকে কল্লোল আহমেদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
