ওমানের মাস্কাটে চুরির অভিযোগে তিন প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “আটককৃতরা মাস্কাটের বিভিন্ন বাসা বাড়ি এবং দোকান থেকে চুরি করতো। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
এদিকে, বিপুল পরিমাণ অবৈধ গাঁজা জব্দ করেছে ওমানের কাস্টমস কর্তৃপক্ষ। আজ এক বিবৃতিতে ওমান কাস্টমস জানিয়েছে, একটি পার্সেলের মাধ্যমে এই গাঁজাগুলো দেশের বাহিরে পাচার করা হচ্ছিল। পার্সেলটি কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তারা সেই পার্সেলটি জব্দ করে। পরবর্তীতে তল্লাশি করলে পার্সেলটির মধ্যথেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এছাড়াও অবৈধভাবে ওমান প্রবেশে অভিযোগে ২০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ পৃথক এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “উত্তর আল বাতিনাহ প্রদেশের কোস্ট গার্ড পুলিশের সহযোগীতায় ২০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা নৌকায় করে অবৈধভাবে উত্তর আল বাতিনা প্রদেশের শিনাস এলাকা দিয়ে ওমান প্রবেশের চেষ্টা করছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
