ওমানের ধোফার প্রদেশের ট্রেড ইউনিয়নের কাজকে আরো ত্বরান্বিত করতে এখন থেকে যৌথভাবে কাজ করবে দেশটির শ্রম মন্ত্রণালয়। ৮ নভেম্বর (সোমবার) এবিষয়ে ট্রেড ইউনিয়নের সাথে একটি আলোচনা সভা করেছে শ্রম মন্ত্রণালয়।
উপ-সচিব শেখ নাসর বিন আমের আল হোসনির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ওমান ওয়ার্কার্স ফেডারেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ধোফার প্রদেশের বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৈঠকে শেখ নাসর বিন আমের আল হোসনি বলেন, “ট্রেড ইউনিয়নের কাজের ক্ষেত্রকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং কর্মী ছাঁটাই বন্ধে ইউনিয়ন যেনো সঠিকভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে যৌথভাবে কাজ করবে মন্ত্রণালয়। আশা করা যাচ্ছে ইউনিয়নগুলো খুব দ্রুত তাদের সকল সমস্যা কাটিয়ে উঠবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
