ওমানে শুরু হয়েছে ফাইজার-বায়োনটেক ভ্যাকসিনের বুস্টার ডোজ। বর্তমানে ওমানের দুটি ক্যাটাগরির নাগরিকদের এই ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “আপাতত দুই শ্রেণীর নাগরিকদের বুস্টার ডোজ প্রদান করা হবে।
যাদের মধ্যে রয়েছে: ১৮ বছরের বেশি বয়সী এমন সব নাগরিক বা প্রবাসী, যারা দীর্ঘদিন ফুসফুস ও কিডনি জনিত রোগে ভুগছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগী, কিডনি ডায়ালাইস, হৃদরোগে আক্রান্ত অথবা যেসকল রোগীদের শরীরে গ্লাইকেটেড হিমোগ্লোবিন ৭.৬ শতাংশের বেশি এবং যারা প্রচুর স্বাস্থ্যবান।
বুস্টার ডোজ গ্রহণের দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে রয়েছেন: ১২ বছর বা তার বেশি বয়সী ক্যান্সারে আক্রান্ত রোগী, বোন মেরু ও অর্গান ট্রান্সফার রোগী, এইচআইভি পজিটিভ ব্যক্তি এবং যারা বর্তমানে ইমিউনোসপ্রেসিভ ওষুধ গ্রহণ করছেন।
এছাড়াও বুস্টার ডোজ গ্রহণে করতে পারবে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক, ফ্রন্টলাইন কর্মী এবং স্বাস্থ্য খাতে কর্মরত ৫০ বছর বা তার বেশি বয়সী নাগরিক। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “বুস্টার ডোজ নেওয়া নাগরিকদের কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করলে দ্রুত রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
যারা ভ্যাকসিন দেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয় জানাতে চান তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট: www.moh.gov.om-অথবা ফার্মাকোভিজিল্যান্স ও ড্রাগ কন্ট্রোল বিভাগে ইমেল করতে বলা হয়েছে। ই-মেইলের ঠিকানা (pharma-vigil@moh.gov.om)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
