ওমানে মহামারী কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় নতুন ৯৩ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১৯৯৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬০ জন প্রবাসী এবং ৩৩জন ওমানি নাগরিক। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ৪ জন সহ মোট ৩৩৩জন এখন পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর রেকর্ড নাই, তবে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১০জন। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
রবিবার (২৬-এপ্রিল) মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে ওমানে করোনায় আক্রান্তের ৬৩ শতাংশই প্রবাসী। তবে আক্রান্তরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। ওমানে এখন পর্যন্ত কতজন বাংলাদেশী আক্রান্ত এই তথ্য ও জানানো হয়নি। আক্রান্তদের ব্যাপারে জানতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ১৯৯৮ জন যারমধ্যে ৬৩ শতাংশ প্রবাসী ও ৩৭ শতাংশ ওমানি নাগরিক। আক্রান্ত রোগীর মধ্যে ৩৯ জন বর্তমানে হাসপাতালে রয়েছেন এবং নয়জন রয়েছেন আইসিইউতে। আইসোলেশনে রয়েছেন ছয় হাজার ৮০৭ জন এদেরমধ্যে কয়েকজন রোগীকে প্লাজমা দেওয়া হয়েছে। এছাড়াও দুইজন গর্ভবতী মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলো যাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
