আগামী ডিসেম্বরে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল আমিরাত প্রবাসী ফরহাদের। মাকে বলে রেখেছিলেন মেয়ে দেখতে। আত্মীয়-স্বজনরাও তার জন্য পাত্রী দেখা শুরু করেছিলেন। কিন্তু তার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পারি দিলেন মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ফরহাদ।
জানাগেছে, ফরহাদ চট্টগ্রামের রাউজানের ৪ নং গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দিনের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। নিহতের প্রতিবেশী আমিরাতে অবস্থানরত প্রবাসী মুহাম্মদ নুর উদ্দিন মিজান বলেন, বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) দুবাই ড্রাগন মার্ট ২ এর সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে ছুটিতে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ঘরে বউ আনার পরিকল্পনা ছিল ফরহাদের। কিন্তু এক দুর্ঘটনা সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। তিনি ২০১১ সালে দুবাইয়ের আল-আবিরে আসেন।
ইন্টারন্যাশনাল সিটির ইতালি ইউ ইলেভেন ভবনে থাকতেন। গত মাস পর্যন্ত চায়না মার্কেটে চাকরি করতেন ফরহাদ। বর্তমানে ড্রাগন মার্টের সম্রাট ফুড স্টাফ ট্রেডিংয়ে কাজ করতেন তিনি। বর্তমানে ফরহাদের মরদেহ দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
