কোন প্রকার জরিমানা ছাড়া আউটপাশের মাধ্যমে ওমান ছেড়ে নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীদের চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,” আউটপাসের মাধ্যমে যারা নিজ দেশে ফেরত যেতে চান তারা চলতি মাসের ৩১শে ডিসেম্বরের মধ্যেই ওমান ত্যাগ করতে হবে।
কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ না করতে পারে তাহলে তাদের আউটপাশের অনুমোদন বাতিল করা হবে। তাই যে সকল প্রবাসী আউটপাশের সুবিধায় ওমান ত্যাগ করতে চান তারা যেনো নির্দেশ সময়ের মধ্যই দেশ ত্যাগ করেন। “
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। প্রথমে এক মাসের জন্য এই সাধারণ ক্ষমার মেয়াদ ঘোষণা করা হলেও করোনার কারণে কয়েক দফায় সময়সীমা বৃদ্ধি করা হয়। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে দেশটির সরকার।
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওমান সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর নাগাদ দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন। এমনকি যারা ইতিপূর্বে আউটপাশের জন্য রেজিস্ট্রেশন ও করেননি, তারাও বর্তমানে নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
সূত্রে আরো জানা গেছে, গত এক বছরে সাধারণ ক্ষমার আওতায় ওমান থেকে প্রায় ৫০ হাজার বাংলাদেশী দেশে ফেরত এসেছেন। তবে বর্তমান সময়ে যেসব প্রবাসী দেশটিতে অবৈধ বসবাস করছেন, তাদেরকে এই সুযোগ কাজে লাগিয়ে বিনা জরিমানায় দেশে ফেরত যেতে অনুরোধ জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
