সোহার থেকে ইয়ানকুল সড়কে ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছে ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) শাখার পরিচালনা পর্ষদ। ওসিসিআইয়ের সভাপতি সাইফ বিন সাইদ আল বাদি বলেন,”সোহার থেকে ইয়ানকুল সড়কে ট্রাক চলাচল বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। কারণ এই রোডে ট্রাক চলাচল বন্ধ হলে মালবাহী খরচ বৃদ্ধি পাবে।
এতে সমস্যায় পড়বে দেশের পরিবহন খাত। এছাড়াও বিকল্প রাস্তাগুলি ট্রাক চলাচলের জন্য এখনো প্রস্তুত নয়। ফলে এই রাস্তাগুলোতে যানজটের বাড়বে। তাই সকল সমস্যা বিবেচনায় নিয়ে সোহার-ইয়ানকুল সড়কে আবার ট্রাক চলাচল চালু করার আবেদন জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
