ক্রিকেটে একটা কথা আছে। ক্যাচ ড্রপ তো ম্যাচ ড্রপ! আর সেটাই সত্যি হয়েছে। লিটন দাসের ২টি ক্যাচ ড্রপ ছাড়াও ফিল্ডিং ও বোলিংয়ে ছন্নছাড়া ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর জন্য গতকাল চড়া মূল্য দিতে হলো টাইগারদের। আর এর মধ্য দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হার দিয়ে শুরু করল বাংলাদেশ দল।
টসে জিতে প্রথমে ব্যাটিংটা ঠিকঠাক থাকলেও অনিয়ন্ত্রিত বোলিং, অধিনায়কের ভুল সিদ্ধান্ত ও দুটি ক্যাচ ফেলার জন্য শ্রীলংকার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শারজায় কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৭১ রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন হার না মানা চরিথ আশালনকা ও ভানুকা রাজাপাকসে।
মাহমুদউল্লাহ রিয়াদ সাধারণত বড় ম্যাচে বল করেন না। কাল তিনি নিজে করতে আসেন বল। ২ ওভারে দেন ২১ রান। উইকেটে স্পিন ধরছিল। সাকিব ও নাসুম সফল ছিলেন। আরও একজন অনিয়মিত বোলার আফিফ ১ ওভারে দিয়েছেন ১৫ রান। সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। ১ ওভার বেঁচেই গেছে তার! ম্যাচে এই ব্যাপারগুলো পয়েন্ট আউট হয়েছে।
তবে একটা হার মানে সবকিছু শেষ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ লম্বা জার্নি। গ্রুপ-ওয়ানে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আরও চারটি ম্যাচ। ২৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর আবুধাবিতে প্রতিপক্ষ ইংল্যান্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি খেলার আগে নিজেদের হোটেলবন্দি করে রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
এখন ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। যারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করেছে। আর প্রথম ম্যাচে জিতে বিশ্বকাপ শুরু করেছে। তাদের বিপক্ষে টাইগাররা কতটুকু গর্জে উঠবে এটাই এখন দেখার পালা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
