নতুন স্কুল পোশাক পাচ্ছে শাহীনে ক্ষতিদ্রস্থ শিক্ষার্থীরা ওমানের উত্তর ও দক্ষিণ আল বাতিনা প্রদেশে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুল যাওয়ার জন্য নতুন পোশাক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে চিলড্রেন ফার্স্ট অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন জানিয়েছে,”আজ সকালে সমিতি তৃতীয়বারের মতো ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত এলাকার বেশকয়েকটি স্কুল পরিদর্শন করেছে। এই সময় এলাকার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য নতুন পোশাক সরবরাহের ঘোষণা দেয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ডাঃ মোনা বিনতে ফাহদ আল সাইদ।
এদিকে, ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ আল বাতিনা প্রদেশের সকল ইন্টারনেট গ্রাহকদের অক্টোবর মাসের বিল মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার প্রদানকারী প্রতিষ্ঠান আওসার।
আওসার এক বিবৃতিতে জানিয়েছে, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি উত্তর ও দক্ষিণ আল বাতিনার সকল ইন্টারনেট গ্রাহকদের অক্টোবর মাসের বিল মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এই প্রদেশটির সকল গ্রাহকদের অক্টোবর মাসের ইন্টারনেট বিল পরিশোধ করার প্রয়োজন নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
