ওমানের আল ওস্তা প্রদেশে আইন লঙ্ঘন করে সামুদ্রিক মাছ ধরার অভিযোগে তিনটি মাছ ধরার নৌকা আটক করেছে প্রদেশটির কৃষি, মৎস ও পানিসম্পদ অধিদপ্তর।
আজ এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “আল-ওস্তা প্রদেশের মৎস্য নিয়ন্ত্রণ দল আজ সকালে অনুমোদনহীন গলদা চিংড়ি ধরার অভিযোগে একটি নৌকা ও দুইটি মাছ ধরার বোড আটক করে।
আটককৃতদের মাছ ধরার কোনো লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
