স্বরণকালের ভয়াবহ দুর্যোগ ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ক্ষতবিক্ষত দেশটির সুইক ও খাবুরা অঞ্চল। শাহিনের পর থেকে এখনো অনেক অঞ্চলে বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপকহারে কার্যক্রম শুরু করেছে ওমান সরকার। ইতিমধ্যেই বেশকিছু অঞ্চলে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে।
ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত এলাকা সুইক ও খাবুরা এই দুইটি অঞ্চল পুনর্নির্মাণে ইতিমধ্যেই ওমানের সোহার এবং লিওয়া থেকে রয়্যাল ওমান পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে।
ক্ষতিগ্রস্ত এই এলাকা দুইটি পুনর্নির্মাণে ও ত্রাণ সহায়তা প্রদানে কাজ করবেন তারা। আরওপি জানিয়েছে, “লিওয়া এলাকা থেকে স্পেশাল টাস্কফোর্স পুলিশের একটি ইউনিট এরই মধ্যে আল খাবুরা এলাকায় পৌঁছেছে।
এদিকে, ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে চারশ’টির বেশি বাড়ি পরিদর্শন করেছে জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি (এনসিইএম)। এনসিইএম জানিয়েছে, “ওয়েকাম আল খায়ের ক্যাম্পেইনের মাধ্যমে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে মাঠ পর্যায় কাজ শুরু করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো নাগরিকের বৈদ্যুতিক সমস্যা থাকলে তা কল সেন্টারের মাধ্যমে প্রতিষ্ঠানকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বৈদ্যুতিক লাইনের ত্রুটি ও মেরামত করতে সকল অর্থ কর্তৃপক্ষ বহন করবে বলে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছে ওমানের রয়্যাল এয়ার ফোর্স। এছাড়াও দেশটির টেলিকমিউনিকেশন সেক্টরকে সাহায্য করতে ওমানের রয়্যাল এয়ার ফোর্স জরুরি সামরিক কমিটিও তৈরি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
