ওমানে মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ৪০৪ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ৩৩৭জনই প্রবাসী এবং ৬৭ জন ওমানি নাগরিক। দেশটিতে মোট আক্রান্ত ৫,০২৯ জন, সুস্থ ১৪৩৬ জন এবং মৃত্যু ২০জন। সূত্র: ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়
কোভিড -১৯ মোকাবেলায় ওমান সরকারের সুপ্রিম কমিটি পুরো দেশে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। যারা এই স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি। সম্প্রতি দেশটির স্বাস্থ্যবিধি না মেনে চলায় একাধিক ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে ওমান পুলিশ।
এদিকে ওমানে অধিকাংশ প্রবাসী আক্রান্ত হওয়ার কারণে ইতিমধ্যেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবাসীদের বিনামূল্যে করোনা চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ওমানের সুপ্রিম কমিটির এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন আরও কঠোর কড়া হবে। তিনি বলেন, প্রবাসীদের ফ্রি চিকিৎসা আর দেওয়া হবেনা। এখন থেকে স্পন্সর/নিয়োগকর্তাদের প্রবাসী রোগীদের চিকিৎসা ব্যয় বহন করতে হবে তবে করোনা পরীক্ষা সরকার থেকে ফ্রি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন
ডা. সাইদ আল আব্রি বলেন: মাস্কাটে করোনা রোগীর সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ হলো অঞ্চলটির প্রবাসী এলাকায় ভাইরাসটি দ্রুত ছড়িয়েছে। প্রবাসীদের এলাকার বিভিন্ন অ্যাপার্টমেন্টে প্রচুর মানুষ এক সাথে বসবাস করে। তাই ভাইরাসটি দ্রুত ছড়িয়েছে এই এলাকায়। এদিকে প্রবাসীদের ফ্রি করোনা চিকিৎসা বন্ধ হওয়ার পিছনে প্রবাসীদেরই দায়ী করছেন দেশটিতে বসবাসরত বিশিষ্ট প্রবাসীরা। ওমান থেকে শেখ রানা নামে এক ব্যবসায়ী প্রবাস টাইমকে বলেন, ওমানে প্রবাসীরা দেশটির সরকারের নির্দেশনা যথাযথ না মানার কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন প্রবাসীরা। আর একারণেই ওমান সরকার হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
