ওমানে উত্তপ্ত সময়ে সূর্যের প্রখর তাপ পোড়াচ্ছে নগর-প্রান্তর। এরই মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ঘনঘন অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে মাস্কাটে বাংলাদেশিদের একটি আবাসিক স্থাপনায় আগুন লেগেছে বলে খবর আসে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসায় থাকা যাবতীয় মালামাল এবং পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
গ্রীস্মকাল শুরু হতেই ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। যানবাহন, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসাবাড়ি- সব ধরণের অবকাঠামোতেই আগুন লাগার ঘটনা বেড়েছে।
অগ্নিকাণ্ড বিরল না হলেও অন্য মৌসুমে এত ঘনঘন ঘটা নজিরবিহীন। বিষয়টিকে জনসাধারণের সাবধানতার অভাব বলেই দেখছেন কেউ কেউ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন, ইলেক্ট্রিক শর্টসার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বা সিগারেট থেকে আগুন লাগার ঘটনা বেশি ঘটে। ফলে এসকল ক্ষেত্রে আরও বেশি সাবধান হওয়া জরুরি।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
