চলচ্চিত্র শিল্পে প্রত্যাশিত অবস্থান না পেয়ে রাজনীতির ময়দানে নেমেছেন ইলিয়াস কাঞ্চন—এমন মন্তব্য করেছেন জনতার অধিকার পার্টি (পিআরপি)-র চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১৭ বছরে জনতার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এখন চলচ্চিত্র সমিতিতে স্থান না পেয়ে রাজনীতির মাধ্যমে সম্মান অর্জনের চেষ্টা করছেন তিনি।”
সংবাদ সম্মেলনে পিআরপি চেয়ারম্যান আরও জানান, ইলিয়াস কাঞ্চনের দলের নাম ‘জনতার অধিকার’ শব্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দলের নাম পরিবর্তন না করলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
তরিকুল ইসলাম ভূঁইয়া আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন করে মাঠে নামানোর একটি ষড়যন্ত্র চলছে। তার দাবি, শেখ হাসিনা পূর্বে সাংবাদিক তৈরি করার নামে নানা কার্যক্রম চালিয়েছেন, আর এখন তার অনুসারীরা ভিন্ন নামে নতুন রাজনৈতিক শক্তি সৃষ্টি করছেন। এসবই আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার নতুন কৌশল।
তিনি বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ এখন যেন এক হয়ে যাচ্ছে। ২৪ জুলাই ও আগস্ট বিপ্লবের পথ রুদ্ধ করা হচ্ছে। লুটপাটকারী গোষ্ঠী আগের চেহারায় ফিরেছে। এখন ছোট ভাইদের জায়গায় বড় ভাইরা এসেছে, উদ্দেশ্য একটাই—অব্যাহত চাঁদাবাজি ও দুর্নীতি।”
পিআরপি চেয়ারম্যান রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে অর্ধশত রাজনৈতিক দলের নিবন্ধন থাকা সত্ত্বেও কিছু দল অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। এটি গণতন্ত্রের জন্য হুমকি এবং তিনি এ ধরনের দলের নিবন্ধন বাতিলের দাবি জানান। তাঁর মতে, “দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে এভাবে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া চলতে পারে না।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
