ইতালিতে স্বল্প খরচে পাঠানোর লোভ দেখিয়ে জিম্মি করে অর্থ আদায়কারী একটি মানবপাচারকারী চক্রের মূলহোতা গোলাম মোল্লাকে (৩৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২৫ এপ্রিল, ২০২৫ শুক্রবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এই তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি গোলাম মোল্লা ও তার সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অল্প খরচে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। আগ্রহীদের ফাঁদে ফেলে ইতালি পাঠানোর কথা বলে তারা প্রথমে দেশে কয়েক দফায় টাকা হাতিয়ে নিত। এরপর ভুক্তভোগীদের লিবিয়ায় পাঠানো হতো এবং সেখান থেকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হতো।
এই প্রেক্ষাপটে চক্রটি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন ধাপে মোটা অঙ্কের অর্থ আদায় করত। তারা ভুক্তভোগীদের পাসপোর্ট কেড়ে নিয়ে একটি হোটেলে জিম্মি করে রাখত এবং মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করত।
খান আসিফ তপু আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগীর ভাই ২৩ মার্চ, ২০২৫ মাদারীপুর সদর মডেল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব-২ আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, ২৪ এপ্রিল, ২০২৫ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গোলাম মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করে এই মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
