অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ভারতীয় মা ছেলে ও ১৯ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ২৫ এপ্রিল, ২০২৫ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, ২৪ এপ্রিল, ২০২৫ বৃহস্পতিবার রাতে জীবননগর বাসস্ট্যান্ড এবং সংলগ্ন সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।
আটককৃতদের মধ্যে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)। এছাড়াও, বাংলাদেশের বিভিন্ন জেলার পাঁচজন পুরুষ, আটজন নারী ও আটজন শিশুও আটক হয়েছেন।
বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮-বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং এই ২১ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
সহকারী পরিচালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
