সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন সৌদ বিন আব্দুল আজিজ বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে, তিনি সৌদি আরবের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক দক্ষ ও আধা-দক্ষ কর্মী প্রেরণের আহ্বান জানিয়েছেন।
গত রবিবার (২০ এপ্রিল) তাইফের গভর্নর হাউসে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এবং গভর্নর প্রিন্স সৌদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কুশল বিনিময়ের পর উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় মূলত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার এবং সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কনসাল জেনারেল সৌদি সরকারের ভিশন ২০৩০ অনুযায়ী বিভিন্ন বৃহৎ প্রকল্পে অংশগ্রহণের লক্ষ্যে অবকাঠামো, জ্বালানি, কৃষি ও উৎপাদন খাতে বাংলাদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
এ সময় গভর্নর প্রিন্স সৌদ পর্যটন ও কৃষি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। এছাড়াও, তিনি বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্য প্রতিনিধিদলের নিয়মিত যাতায়াতের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে তার কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। কনসাল জেনারেলের পক্ষ থেকে জানানো আমন্ত্রণ গ্রহণ করে গভর্নর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















