ঝিনাইদহের শৈলকুপার চরগোলক নগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে প্রবাসী টিপু সুলতানের বসতবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসীর পিতা আইনুদ্দিন শেখ জানান, রাতের আহার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ফেলে।
এরপর ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এই বিষয়ে গণমাধ্যমকে জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
