সিলেট থেকে রিয়াদে সরাসরি বিমান চালুর জোর দাবি জানিয়েছেন সৌদি আরবের রিয়াদে বসবাসকারী সিলেট অঞ্চলের প্রায় সাত লাখ প্রবাসী এবং বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তারা উল্লেখ করেন, সিলেট-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট না থাকার কারণে প্রবাসীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং এর ফলে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীরা এই দাবি উত্থাপন করেন।
রিয়াদ কমিউনিটির নেতা হাফিজ ফুজায়েল আহমদ সংবাদ সম্মেলনে জানান, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এর মধ্যে শুধু রিয়াদেই সিলেট বিভাগের প্রায় সাত লাখ প্রবাসী বসবাস করেন। এত বিপুল সংখ্যক প্রবাসী সিলেট থেকে রিয়াদের সরাসরি ফ্লাইট না থাকায় বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, যার ফলে বাংলাদেশ অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রবাসী নেতৃবৃন্দ মনে করেন, বাংলাদেশ বিমানের সিলেট-রিয়াদ ফ্লাইট চালু হলে সিলেট বিভাগের সাত লাখ প্রবাসীর দেশে যাতায়াত সহজ হবে। একইসাথে, সৌদি আরবের রাজধানী রিয়াদের সাথে সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় এই অঞ্চলের বাণিজ্যিক প্রসার দ্রুত বৃদ্ধি পাবে। সিলেট অঞ্চলের চা, ফলমূল, শাক-সবজি, মাছ এবং কৃষিজাত বিভিন্ন পণ্য সরাসরি রিয়াদ ও সৌদি আরবে রপ্তানি করা সম্ভব হবে। এক্ষেত্রে কোনো সৌদি এজেন্সির প্রয়োজন হবে না, বরং সিলেটের ব্যবসায়ীরা নিজেরাই এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এর ফলে তৃণমূল পর্যায়ের কৃষক ও খামারি থেকে শুরু করে রপ্তানিকারক পর্যন্ত সকলেই উপকৃত হবেন।
সংবাদ সম্মেলনে রিয়াদ কমিউনিটির নেতারা আরও জানান, তারা আনুষ্ঠানিকভাবে দাবি না জানালেও পূর্বে বিমানমন্ত্রী মির নাসির এবং বিমানের সিলেটের ব্যবস্থাপক সোয়েব আহমদের সাথে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনা করেছেন এবং তাদের কাছ থেকে আশ্বাসও পেয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সক্রিয় রয়েছে, তাই সিলেট-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলে তারা মন্তব্য করেন। এই বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশে বিনিয়োগের পথ সুগম করার আহ্বান জানান প্রবাসী নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে রিয়াদ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি কাপ্তান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম মুকিত, সিলেট বিভাগ গণদাবি পরিষদ নেতা আব্দুল গফ্ফার, সিলেট সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ, রিয়াদ খেলাফত মজলিস নেতা আলী নূর এবং সৌদি আরব বিএনপি নেতা জুনেদ আহমদ প্রমুখ।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
