সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে এক বিমানবালাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন ২০ বছরের এক ভারতীয় যুবক। সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে সোমবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট পেশ করা হয়েছে। ঘটনার দিন ছিল ২৮ ফেব্রুয়ারি, এবং সেদিনই সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বিমানটি অবতরণের পরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তবে বিমানটি কোথা থেকে এসেছিল, সে বিষয়ে কিছু জানায়নি বিমান সংস্থা।
ঘটনার বিবরণে জানা যায়, রাত ১১টা ২০ মিনিট নাগাদ এক মহিলা যাত্রীকে টয়লেটে নিয়ে যান সংশ্লিষ্ট বিমানবালা। যাত্রীটি বেরিয়ে যাওয়ার পর মেঝেতে পড়ে থাকা টিস্যু কাগজ তুলতে যান বিমানবালা। তখনই পেছন থেকে ধাক্কা মেরে তাকে টয়লেটের ভেতরে ঢুকিয়ে দেন ওই যুবক এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। বিষয়টি টের পেয়ে ওই মহিলা যাত্রী বিমানের অন্য কর্মীদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং বিমানবালাকে টয়লেট থেকে বের করে আনা হয়।
পরবর্তীতে বিমানবালা পুরো ঘটনা সুপারভাইজারকে জানান। বিমানের গন্তব্যস্থলে পৌঁছানোর পর চাঙ্গি বিমানবন্দরে ওই ভারতীয় যুবককে হেফাজতে নেয় পুলিশ। সিঙ্গাপুর বিমানবন্দর পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার এম মালতী জানিয়েছেন, “এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। কারণ বিমানবালারা যাত্রীদের নিরাপত্তা ও সেবার দায়িত্বে থাকেন।”
এদিকে, ‘দ্য স্ট্রেটস টাইমস’-এর প্রতিবেদনে জানা গেছে, আগামী ১৪ মে মামলার শুনানি রয়েছে এবং ওই ভারতীয় যুবক দোষী সাব্যস্ত হতে পারেন। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। পুলিশ জানিয়েছে, আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
